রাজনীতি

চট্টগ্রাম মহানগরের পাঁচলাইশ থানা জাসাসের উদ্যোগে বর্নাট্য আয়োজনে মহান মে দিবস উদযাপন

আজ ১লা মে ২০২৫ সকাল ১১ টায় চট্টগ্রাম বিপ্লব উদ্যান থেকে পাঁচলাইশ থানা জাসাসের একটা বর্নাট্য র‍্যালী নগরীর পাঁচলাইশ থানা এরিয়া পদক্ষিন করে এবং পথচারী শ্রমিকদের মধ্যে পাঁচলাইশ থানা জাসাসের পক্ষ থেকে বিশুদ্ধ খাওয়ার পানি ও খাওয়ার স্যালাইন বিতরণ করা হয়।

জাতীয়তাবাদী সামাজিক-সাংস্কৃতিক সংস্থা জাসাস পাঁচলাইশ থানার সভাপতি জি.এম. সাইদুর রহমান মিন্টুর নেতৃত্বে র‍্যালী ও বিশুদ্ধ পানি-স্যালাইন বিতরণের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর জাসাসের আহ্বায়ক জনাব লায়ন এম এ মুছা বাবলু, আর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর জাসাসের যুগ্ম আহ্বায়ক জনাব শেখ জামিল, জনাব খন্দকার সাইফুল ইসলাম, জনাব সৈয়দ জিয়া ও যুগ্ম সম্পাদক জনাব মোঃ শরীফ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাঁচলাইশ থানা জাসাসের সিনিয়র সহ-সভাপতি মোঃ ইকবাল রনি, সহ-সভাপতি জনাব আবদুল কাইয়ুম, জনাব আলাউদ্দীন রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক জনাব বাহার উদদীন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক জনাব মোঃ সুমন, রুবেল সহ পাঁচলাইশ থানা ও ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দ।

প্রধান অতিথি বলেন, আমরা আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসতে পারলে আমাদের বিএনপির ৩১ দফার আলোকে শ্রমিকদের জন্য স্বল্পমূল্যে আবাসন সুবিধা এবং বৃদ্ধ বয়সে পেনশন স্কিম সহ নানাবিধ শ্রম বান্ধব কার্যক্রম গ্রহণ করে দেশ গঠনে শ্রমিকদের যে অবদান রয়েছে তার যথাযথ মূল্যায়ন করবো ইনশাল্লাহ।

আলী মুর্তজা রাজু

নিজস্ব প্রতিবেদক, ধ্রুবকন্ঠ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button