পরিচ্ছন্ন ও জলাবদ্ধতামুক্ত নগরী গড়ার লক্ষ্যে ওয়ার্ডভিত্তিক জনসচেতনতামূলক কর্মসূচি শুরু করলো ‘ক্লিন বাংলাদেশ’

পরিচ্ছন্ন ও জলাবদ্ধতামুক্ত আধুনিক চট্টগ্রাম গড়তে ‘ক্লিন বাংলাদেশ’ এর উদ্যোগে শুরু হলো ওয়ার্ডভিত্তিক জনসচেতনতামূলক কার্যক্রম। নগরবাসীর অংশগ্রহণে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে জলাবদ্ধতা রোধ ও পরিবেশ রক্ষাই এ কর্মসূচির মূল লক্ষ্য।
কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হয় নগরীর ৭ নম্বর ওয়ার্ডের মুরাদপুর এলাকায়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চসিক মেয়র ডা. শাহাদাৎ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাঁর একান্ত সচিব মারুফুল হক চৌধুরী ও জিয়া। এ সময় সিটি কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে মেয়র বলেন, “শহরকে পরিষ্কার রাখা শুধু সিটি কর্পোরেশনের কাজ নয়—এটি প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। ‘ক্লিন বাংলাদেশ’ যেভাবে উৎসাহ ও আন্তরিকতা নিয়ে কাজ করে যাচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়।”
‘ক্লিন বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি শওকত হোসেন জনি বলেন, নগরবাসীর সক্রিয় অংশগ্রহণ ছাড়া একটি পরিচ্ছন্ন নগরী কল্পনা করা যায় না। আমরা ওয়ার্ডভিত্তিকভাবে মাইকিং, লিফলেট বিতরণ, ব্যানার স্থাপন, ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে বার্তা প্রচার, নির্দিষ্ট এলাকায় ময়লা অপসারণ এবং ডাস্টবিন স্থাপনের মতো কার্যক্রম বাস্তবায়ন করবো।
এই কর্মসূচিতে নেতৃত্ব দেন ক্লিন বাংলাদেশের টিম লিডার ইমন, প্রমি, তানজিফা, জাহিদ, লাইলা এবং কো-টিম লিডার জুয়েল, ইয়াজ, রনি ও পায়েল। কর্মসূচিতে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন সারু, মুনতাসীর, নাজিফা, ইসরাত, দ্রুব, রাফি, সায়দ, মাইমুনা, সাইমন, আয়মনসহ শতাধিক তরুণ-তরুণী।
ক্লিন বাংলাদেশের সাধারণ সম্পাদক ইমন বলেন, পরিচ্ছন্ন শহর শুধু আমাদের চাওয়া নয়—এটা আমাদের দায়িত্ব। নাগরিকদের সচেতনতা ও অংশগ্রহণ ছাড়া এই লক্ষ্য অর্জন সম্ভব নয়। আমরা চাই, নগরবাসী আমাদের এই উদ্যোগে সম্পৃক্ত হয়ে একসঙ্গে এগিয়ে আসুক।
উল্লেখ্য, ‘ক্লিন বাংলাদেশ’ চট্টগ্রাম নগরীতে পরিবেশ, ও পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা তৈরিতে ইতোমধ্যেই নানা উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করেছে। নগর কর্তৃপক্ষের সঙ্গে এই যৌথ পদক্ষেপকে সংগঠনটি তাদের চলমান কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখছে।