অপরাধ ও দুর্নীতি

সমাজের চোখে অদেখা এক বিপদ নারীর ভয়ঙ্কর রূপ

আমরা সমাজে নারীদের সাধারণত দেখি দুর্বল, নির্যাতিত বা সহানুভূতির প্রতীক হিসেবে। কিন্তু কিছু নারী যখন বিকৃত মানসিকতা এবং অপরাধমূলক চক্রে জড়িত হয়, তখন তারা হয়ে ওঠে ভয়াবহ—শুধু একজন নারী নয়, পুরো সমাজের জন্য হুমকি।

সম্প্রতি ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় যা ঘটেছে, তা কল্পনাকেও হার মানায়। দুই নারী মিলে একজন পুরুষকে ফ্ল্যাটে আটকে রেখে চাবুক দিয়ে নির্যাতন করেছে। শুধু শারীরিক নিপীড়নই নয়, ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার হুমকি—সবই ছিল পরিকল্পিত। তদন্তে জানা গেছে, এরা দীর্ঘদিন ধরে ‘বিকৃত যৌনাচার’ বা কথিত ‘BDSM’ নামের ছায়ায় অপরাধ চালিয়ে আসছিল।

এই ঘটনায় নারীর এমন এক রূপ সামনে এসেছে, যা দেখলে গা শিউরে ওঠে। নারীরাও যে অত্যাচারী হতে পারে, অপরাধের পরিকল্পক হতে পারে—এটা সমাজে এখনো অনেকের কাছে অচেনা। তাই এই অন্ধবিশ্বাস ভাঙা জরুরি: অপরাধী নারী হোক বা পুরুষ—অপরাধ, অপরাধই।

এই ধরনের ঘটনা কেবল আইনশৃঙ্খলার প্রশ্ন নয়, এটি আমাদের সামাজিক মূল্যবোধ, আত্মনিয়ন্ত্রণ ও বিকৃত মানসিকতার বিরুদ্ধে সচেতনতার প্রশ্ন। এমন চক্রগুলোকে যত দ্রুত চিহ্নিত ও নির্মূল করা যাবে, ততই সমাজ নিরাপদ হবে।

আমরা চাই, নারী হোক বা পুরুষ—যে কেউ যদি সহিংসতা বা যৌন বিকৃতিতে জড়ায়, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হোক। এবং সমাজ যেন এই ভয়ংকর রূপের মুখোশ চিনে সতর্ক থাকে।

আলী মুর্তজা রাজু

নিজস্ব প্রতিবেদক, ধ্রুবকন্ঠ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button