চট্টগ্রাম

সুবর্ণচর এক্সপ্রেস চালুর দাবিতে মাইজদীতে রেলপথ অবরোধ, স্থবির নোয়াখালী-ঢাকা ট্রেন চলাচল‎


‎নোয়াখালী-ঢাকা রুটে বরাদ্দ পাওয়া নতুন আন্তঃনগর ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’ দ্রুত চালুর দাবিতে রোববার (৪ মে) সকাল ৬টা থেকে মাইজদী রেলস্টেশনে ঘণ্টাব্যাপী রেলপথ অবরোধ করেছে সাধারণ জনগণ ও শিক্ষার্থীরা। এই কর্মসূচির ফলে চট্টগ্রাম-ঢাকা রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে পড়ে।

‎‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ নোয়াখালী জেলা শাখার আহ্বায়ক মো. আরিফুল ইসলাম জানান, ২০২৩ সালে ঘোষিত এই ট্রেন এখনও চালু হয়নি। এতে প্রতিদিন যাত্রীরা সীমাহীন দুর্ভোগে পড়ছেন এবং বাসচালিত সিন্ডিকেট তাদের জিম্মি করে রেখেছে। বিশেষ করে ছাত্র, চাকরিজীবী ও রোগীদের জন্য ট্রেন একমাত্র ভরসা।

‎একই সংগঠনের যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ান বলেন, বহুদিন ধরে প্রতীক্ষার পরও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, তাই বাধ্য হয়েই শান্তিপূর্ণ আন্দোলনে নেমেছেন তারা। ৪৮ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত না এলে আন্দোলন আরও কঠোর হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

‎এদিকে এক ভুক্তভোগী যাত্রী মো. আসাদুজ্জামান জানান, দাবির সঙ্গে একমত হলেও জরুরি কাজে বের হতে না পারায় ভোগান্তি বাড়ছে।। 



‎মাইজদী কোর্ট স্টেশনের দায়িত্বে থাকা স্টেশন মাস্টার মোহাম্মদ কামরুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, ৬টায় ট্রেন ছেড়ে যাওয়ার কথা থাকলেও অবরোধের কারণে ছেড়ে যায়নি। বিষয়টি ঊর্ধ্বতন মহলে জানানো হয়েছে। তারা কি সিদ্ধান্ত দেয় সেই অপেক্ষায় আছি। 

‎এবিষয়ে নোয়াখালীর জেলা প্রশাসক খন্দকার ইসতিয়াক আহমেদ ঢাকা পোস্টকে বলেন, আমরা বিষয়টি মিয়ে ঊর্ধ্বতন কর্তপক্ষের সঙ্গে যোগাযোগ করছি। আশা করি দ্রুত সমস্যার সমাধান হবে।

ধ্রুবকন্ঠ/এসপি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button