ঢাকা
কালিহতীতে অবৈধভাবে বালু ও মাটিকাটার বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান

শরিফুল ইসলাম
টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের কালিহাতীতে সারারাত ব্যাপী অবৈধভাবে বালু উত্তোলন ও মাটিকাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে।
তারই ধারাবাহিকতায় মঙ্গলবার সারারাত ব্যাপী উপজেলার এলেঙ্গা, মহেলা, পৌলী, কুড়িঘরিয়া ও গান্ধিনা এলাকায় এ অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলাম।
এসময় কালিহাতী থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া ও থানার অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানকালে ৪ মাটি ভর্তি ট্রাক ও মাটি কাটার কাজে ব্যবহৃত ২ টি ভেকুর ব্যাটারি জব্দ করে ১ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম জানান, পরিবেশ সুরক্ষায় অবৈধভাবে মাটি বা বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের নজরদারি ও এধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।