চট্টগ্রামের মীরসরাইয়ে ছাত্রদল নেত্রী ‘নাদিয়া নুসরাত’ কে হেনস্থা ও শারীরিক নির্যাতনকারী ছাত্রলীগ সন্ত্রাসী ৬ মাস পর গ্রেপ্তার

চট্টগ্রামের মীরসরাইয়ে ছাত্রদল নেত্রী ‘নাদিয়া নুসরাত’ কে হেনস্থা ও শারীরিক নির্যাতনকারী ছাত্রলীগ সন্ত্রাসী ৬ মাস পর গ্রেপ্তার।এম, এ কাশেম বিগত আওয়ামী জামানার ২০২৩ সালের ১৪ জুন চট্টগ্রামে অনুষ্ঠিত বিএনপি’র ‘তারুণ্যের সমাবেশ’ এ যোগদান করা এবং বিএনপি করার অপরাধে ছাত্রদল নেত্রী নাদিয়া নুসরাত ওই সমাবেশ থেকে গ্রামের বাড়ি মীরসরাইতে ফেরার পথে। স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা তাকে বহন করা সিএনজি অটোরিক্সার গতিরোধ করে। সন্ত্রাসীরা এ সময় তাকে টেনেহিঁচড়ে সিএনজি থেকে নামিয়ে নিয়ে যেতে চায়! প্রাণপণ চেষ্টায় তা থেকে রক্ষা পেলে ও তাদের নোংরা ব্যবহার সহ উৎশৃঙ্খল আচরণ থেকে রক্ষা পায়নি সে। এ সময় তাকে বাড়িতে পৌঁছে দিতে সহযোগিতা করে যাওয়া অপর ছাত্রদল নেতা কে ও অপমান-অপদস্থ করে। ঘটনা টি তাৎক্ষণিক স্থানীয় জোরারগঞ্জ থানার ওসি এবং আরো দু’একজন অফিসার কে ফোন করে বললে ও তারা সহযোগিতা করার মানসিকতা নিয়ে এগিয়ে আসেনি। অথচ, আওয়ামী ক্ষমতার মোহাবিষ্ট থানার ওসি ও অন্য অফিসার (তৎ সময়ের) রা তাদের কথায় উক্ত ছাত্রদল নেত্রী নাদিয়া নুসরাত কে আটক করে নিয়ে যায়।
পরবর্তীতে বিএনপি সমর্থিত আইনজীবিদের আন্তরিক সহযোগিতায় আদালত থেকে জামিনে মুক্তি লাভ করে ঘর-বাড়ি- এলাকা নির্বাসিত হয়ে দীর্ঘ বছরের পর বছর মানবেতর জীবন-যাপন করে যেতে থাকে সে।
এর-ই মধ্যে সে স্থানীয় জোরারগঞ্জ থানায় উক্ত ঘটনাকারী আওয়ামী যুব ও ছাত্রলীগের সন্ত্রাসীদর মধ্যে কয়েকজন কে আসামি করে একটি মামলা দায়ের করতে চাইলে ও পুলিশ তা নিতে টালবাহানা শুরু করে। এর পর বিএনপি সমর্থিত আইনজীবিদের সর্বাত্মক সহযোগিতায় একটি মামলা দায়ের করা সম্ভব হলে ও জোরারগঞ্জ থানা পুলিশ কোনো আসামি কে গ্রেপ্তার করার চেষ্টা ও করেনি। উপরন্তু মামলা করার অপরাধে তাকে বিভিন্ন ভাবে জীবননাশের হুমকি ও দিতে থাকে সন্ত্রাসীরা। এবং তার মা ও পরিবারের অন্যান্যদের গায়ে হাত তুলতে ও দ্বিধা করেনি তারা।
এমন কি ছাত্রদল নেত্রী নাদিয়া নুসরাত এর সাথে এমন বর্বরোচিত ও অমানবিক আচরণ সম্পর্কে দলের একমাত্র মুখোপত্র দৈনিক ‘দিনকাল’ পত্রিকার সাংবাদিক (নিজস্ব প্রতিনিধি মীরসরাই) এম, এ কাশেম পত্রিকায় নিউজ করার কারণে তাকে ও বিভিন্ন ভাবে হুমকি-ধামকি দিয়ে তাকে ও চরম নিরাপত্তা হীনতার দিকে ঠেলে দেয় আওয়ামী সন্ত্রাসীরা।
এর পর গত ৫ আগষ্ট শেখ হাসিনার পলায়ন ও আওয়ামী দুঃশাসনের কবর রচিত হওয়ার পর অন্যান্য হাজার হাজার সাধারণ নেতা-কর্মীদের মতো ছাত্রদল নেত্রী নাদিয়া নুসরাত ও এলাকায় ফিরে আসতে পারে।
আওয়ামী সরকারের পতনের ৬ মাস পার হয়ে যাওয়ার পর ও তাকে হেনস্থা কারী আওয়ামী সন্ত্রাসীরা গ্রেপ্তার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করে ছাত্রদল নেত্রী নাদিয়া নুসরাত দলীয় ক’জন আইনজীবিদের সহযোগিতায় মাননীয় আদালত কে বিষয়টি অবহিত করনের মাধ্যমে এবং আদালতের নির্দেশানুসারে আসামি গ্রেপ্তার করার প্রচেষ্টা চালায় জোরারগঞ্জ থানায পুলিশ।
অবশেষে গতকাল ১৪ মার্চ (শুক্রবার)
ছাত্রদল নেত্রী নাদিয়া নুসরাত এর ওপর অমানবিক আচরণ এর ঘটনায় নারী ও শিশু নির্যাতন আইনে তার দায়ের করা মামলার ৩ নং আসামি সাজ্জাদ হোসেন রুবেল কে গ্রেপ্তার করায় বিএনপি সমর্থিত আইনজীবী এডভোকেট নুরুল করিম এরফান, ছাত্রদল নেতা ফরহাদ, আলহাজ্ব তারিক আহমেদ, এডভোকেট হাসান আলী এবং স্থানীয় জোরারগঞ্জ থানার পুলিশ অফিসার (মামলার আইও এর দায়িত্ব প্রাপ্ত) আরিফ হোসেন এর প্রতি কৃতজ্ঞতা চিত্তে ধন্যবাদ জানান।
সেই সাথে তাকে সহযোগীকারী আরো যারা ছিলেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানায় সে।