Uncategorized

কালিহাতীতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

দুনিয়ার মজদুর এক হও, শ্রমিক ঐক্য জিন্দাবাদ স্লোগানে টাঙ্গাইলের কালিহাতীতে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি,আলোচনা সভা করেছে শ্রমিক ঐক্য পরিষদ।
বুধবার (১ মে) সকালে কালিহাতী ট্রাক অফিসের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার গরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ শ্রমিকগণ অংশগ্রহণ করেন।

পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন, কালিহাতী উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মজনু মিয়া, যুগ্ম সম্পাদক মো. মোশারফ হোসেন, পৌর বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার শহীদুর রহমান সিদ্দিকী, সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহিদুজ্জামান তৌহিদ, সাংগঠনিক সম্পাদক মোজাহিদ হোসেন তালুকদার, উপজেলা বিএনপি’র শ্রমবিষয়ক সম্পাদক আব্দুস সালাম, সাবেক যুবদল নেতা রফিকুল ইসলাম রফিক প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা যুবদলের সদস্য লুৎফর রহমান লেলিন

শ্রমিক নেতারা বলেন, “মে দিবসের ইতিহাস শুধু স্মরণ করার জন্য নয়, এর মাধ্যমে শ্রমিকদের অধিকার আদায়ে আমাদের আরও সংগঠিত ও সচেতন হতে হবে। এছাড়া তারা শ্রমিক অধিকার, ন্যায্য মজুরি এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতের দাবি জানান।”

ধ্রুবকন্ঠ/এমআর

ডেস্ক রিপোর্ট

ধ্রুবকন্ঠ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button