দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে নোয়াখালী যুবদল নেতা শোকজ

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে নোয়াখালী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খানকে শোকজ করেছে কেন্দ্রীয় যুবদল।
মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে যুবদলের কেন্দ্রীয় সংসদের অফিসিয়াল ফেসবুক পেইজে এ সংক্রান্ত একটি চিঠি প্রকাশ করা হয়, যেটিতে কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইয়ার স্বাক্ষর রয়েছে।
নোয়াখালী জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম চিঠির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, চট্টগ্রামের হোটেল আগ্রাবাদের ইছামতি হল রুমে আয়োজিত এক প্রস্তুতি সভায় ভুল বোঝাবুঝির জেরে এ শোকজ দেওয়া হয়েছে।
আরো পড়ুনঃ ডিবির কাছ থেকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেন ছাত্রদল নেতা
নুরুল আমিন খানকে লেখা চিঠিতে বলা হয়েছে, আপনি জেলা যুবদলের সাধারণ সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে থেকেও দলীয় কর্মসূচিতে নেতৃবৃন্দের সাথে অসদাচরণের মাধ্যমে সংগঠনের শৃঙ্খলা পরিপন্থি কার্যক্রম পরিচালনা করেছেন বলে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দৃষ্টিগোচর হয়েছে। এমতাবস্থায়, সংগঠন বিরোধী এহেন কর্মকাণ্ডের জন্য আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী তিন দিনের মধ্যে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের সম্মুখে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হলো।
প্রসঙ্গত, আগামী ৯ ও ১০ মে চট্টগ্রামে ‘কর্মসংস্থান ও বহুমাত্রিক শিল্পায়ন নিয়ে তারুণ্যের ভাবনা’ শীর্ষক সেমিনার এবং তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে একটি যৌথ সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় ভুল বোঝাবুঝির কারণে শোকজ চিঠি দেওয়া হয়েছে বলে জানা গেছে।