ক্যাম্পাস বার্তা

গুচ্ছের ‘বি’ ইউনিটে সর্বনিম্ন মার্ক মাইনাস এগার (-১১.০০)

জিএসটি গুচ্ছভুক্ত ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে।

আজ ৫ মে, সোমবার বিকেল ৪টার পর এ ফল প্রকাশ করা হয়।

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক এবং মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভা শেষে এ তথ্য জানানো হয়।

তিনি জানান, ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ৩০ বা তার বেশি নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন ৩১ হাজার ৬৪১ জন শিক্ষার্থী, যা শতকরা ৪৬.৭৯ শতাংশ। অন্যদিকে, অকৃতকার্য হয়েছেন ৩৫ হাজার ৯৭০ জন।

অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ আরও জানান, ‘বি’ ইউনিটের পরীক্ষায় ১৭টি উত্তরপত্র বাতিল করা হয়েছে। এই ইউনিটে মোট আবেদনকারীর সংখ্যা ছিল ৭২,০৬২ জন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৬৭ হাজার ৬২৮ জন।

‘বি’ ইউনিটে সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ৮৬.৫ এবং সর্বনিম্ন প্রাপ্ত নম্বর -১১.০০। পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৯৩.৮৫ শতাংশ, আর অনুপস্থিত ছিলেন ৬.১৫ শতাংশ।

উল্লেখ্য, গত ২ মে ২০২৫ (শুক্রবার) ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। আগামী ৯ মে ২০২৫ তারিখে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয় হলো- মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়,জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়,রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button