একতা ব্লাড ডোনেট সামাজিক সংগঠনের ৪র্থ বর্ষপূর্তি উদযাপন

`যদি হই রক্তদাতা, জয় করবো মানবতা’ এ স্লোগানকে সামনে রেখে লক্ষ্মীপুরের রামগতিতে একতা ব্লাড ডোনেট সামাজিক সংগঠনের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
সোমবার (৫ মে) সকালে রামগতি আহমদিয়া ডিগ্রি কলেজ মিলনায়তনে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচিতে প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
এসময় বক্তব্য রাখেন- রামগতি আহমদিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো: শাহজাহান তালাশী, খন্দকার ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান জোবায়ের খন্দকার, সাংবাদিক মিসু সাহা নিক্কন, বড়খেরী ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ইহতে শামুল গনি ফাহাদ, সংগঠনটির সভাপতি ইলিয়াস খান, সাধারণ সম্পাদক তানভীর ইভান এবং সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আরাফাতসহ একতা ব্লাড ডোনেট সামাজিক সংগঠনের স্বেচ্ছাসেবকবৃন্দসহ প্রমুখ।
উল্লেখ্য, একতা ব্লাড ডোনেট সামাজিক সংগঠন জেলার বিপন্ন মানুষের পাশে থেকে গত ৪ বছর ধরে প্রায় ১০০০ মুমূর্ষ রোগিদের রক্তদান, বিভিন্ন স্থানে ২১তম ফ্রি ব্লাড ক্যাম্পিং, শীত বস্ত্র, ঈদ সমগ্রী বিতরণ ও করোনাকালীন সময়ে নিম্মমধ্যবিত্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন, খাদ্যের জোগান দিয়েছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ত্রান সামগ্রী বিতরণসহ বিভিন্ন মানবিক সেবা পরিচালনা করে আসছে।