জিএসটি গুচ্ছভুক্ত ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে

মোঃএরশাদ, মাভাবিপ্রবি প্রতিনিধি:
আজ শুক্রবার (৯ মে) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত টাংগাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
গুচ্ছ সমন্বিত ভর্তি কমিটির পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা সংক্রান্ত অন্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করার জন্য পরীক্ষা শুরুর আধা ঘণ্টা আগেই সংশ্লিষ্ট কেন্দ্রে পৌঁছানোর নির্দেশনা দেওয়া হয়েছিল।
এতে অধিকাংশ শিক্ষার্থী নির্ধারিত সময়ের আগেই কেন্দ্রে চলে আসেন। এই ইউনিটে আবেদন করেন ১ লাখ ৪২ হাজার ৭১৪ জন পরীক্ষার্থী।
নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে জানিয়ে মাভাবিপ্রবি ভাইস-চ্যান্সেলর এবং গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ জানান, আমরা কঠোর নিরাপত্তা নিশ্চিত করেছি এবং প্রশ্নপত্র প্রণয়ন ও পাঠানোর ক্ষেত্রে গোপনীয়তা রক্ষা করেছি। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সমন্বয়ে প্রশ্নপত্র পাঠানো হয়। বিশ্ববিদ্যালয়র কেন্দ্রে পরিদর্শন শেষে জানা গেছে, ৯০ শতাংশের বেশি শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। মাভাবিপ্রবি ক্যাম্পাসে ভর্তি পরীক্ষার্থীদের অভিভাবকদের জন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংগঠনগুলো পানির ও বসার ব্যবস্থা করেছে।সংশ্লিষ্ট কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য ও অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়সমূহের উপাচার্যদের টিম অত্যন্ত গোপনীয়তার সাথে দুর্দান্তভাবে কাজ করেছে।
তিনি আরও জানান, শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা সমন্বিতভাবে কাজ করেছেন। পরীক্ষা চলাকালীন পর্যন্ত দেশের কোন বিশ্ববিদ্যালয়ের কোন কেন্দ্রে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তিনি ভর্তি পরীক্ষার সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

পরীক্ষা সফলভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল,
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, মাভাবিপ্রবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন(বৈছাআ), বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ,ইসলামী ছাত্র শিবির, স্বেচ্ছাসেবী সংগঠন ‘কাম ফর রোড চাইল্ড (সিআরসি)’ ও ‘রোটারেক্ট ক্লাব অব মাভাবিপ্রবি’ সক্রিয়ভাবে সহযোগিতা করে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত পরীক্ষার্থীরা যেন কোনো সমস্যায় না পড়েন, সে লক্ষ্যে সংগঠনগুলো ইতোমধ্যে বেশ কিছু উদ্যোগ বাস্তবায়ন করছে।
এছাড়াও ক্যাম্পাসের বিভিন্ন স্থানে তথ্য সহায়তা কেন্দ্র স্থাপন, পরীক্ষার্থীদের জন্য পথনির্দেশনা, জরুরি প্রয়োজনে স্বেচ্ছাসেবকদের মাধ্যমে সহায়তা প্রদান করেন । বিশ্ববিদ্যালয়ে আগত অভিভাবকদের জন্য অস্থায়ী বিশ্রামস্থলের ব্যবস্থাও করেছে সংগঠনগুলোর নেতৃবৃন্দ।পরীক্ষার্থীদের সেবায় ক্যাম্পাসে বিনামূল্যে সুপেয় পানি বিতরণ করা হয়।
উল্লেখ্য, গত ২৫ এপ্রিল অনুষ্ঠিত হয়েছিল ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা, যার ফলাফল প্রকাশিত হয় ২৮ এপ্রিল। এছাড়া ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় ২ মে এবং এর ফলাফল প্রকাশিত হয় ৫ মে। ‘এ’ ইউনিটে সাধারণত বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা অংশগ্রহণ করে থাকেন।