যেভাবে গ্রেফতার হলেন ছোট সাজ্জাদের স্ত্রী তামান্না

রিপোর্ট পাবলিক
আলোচিত শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী তামান্না শারমিন বিভিন্ন সময় ফেসবুকে নানান স্টাটাস ও ভিডিও দিয়ে দেশ জুড়ে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছিলেন৷ ইতিপূর্বে হত্যাসহ একাধিক মামলা হলেও অবশেষে ১০ মে রাতে চট্টগ্রাম নগরীর বারই পাড়া এলাকার একটি বাসা থেকে বাকলিয়া থানা পুলিশ তাকে আটক করে৷
অভিযানের সাথে সম্পৃক্ত একটি সূত্র জানিয়েছে, দীর্ঘদিন ধরেই তামান্নাকে আইনের আওতায় আনার চেষ্টা চলছিল৷ তবে আইনী জটিলতা আর বারবার স্থান পরিবর্তন করায় সেসব চেষ্টা সফল হয়নি৷ অবশেষে তামান্নার একটি ভুল চলাফেরার কারণেই তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে৷
জানা গেছে, তামান্না সর্বশেষ একটি প্রাইভেট কার নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন৷ সেই গাড়ীর নাম্বারের সূত্র ধরেই খুঁজে বের করা হয় গাড়ীর চালককে৷ আর সেই চালককে জিজ্ঞাসাবাদে জানা যায় কোথাই নেমেছিলেন তামান্না৷ পুলিশের একাধিক সদস্য রেকি করে নিশ্চিত হয় আত্মগোপনে থাকা তামান্নার অবস্থান নগরীর চান্দগাঁও থানার বারই পাড়া এলাকায়৷ অভিযানে থাকাটিম সেই ভবনটিতে তামান্নার অবস্থান নিশ্চিত হওয়ার পর মহিলা পুলিশের একাধিক সদস্য নিয়ে অভিযান পরিচালনা করে৷
অভিযানে থাকা একটি সূত্র বলছে, আটকের পরও বেশ স্বাভাবিক ছিলেন তামান্না৷ পুলিশের নারী সদস্যদের উপস্থিতিতে জামা কাপড় পালটে বাসা থেকে বের হন ৷ বাসা থেকে পুলিশি প্রহরায় বেরিয়ে যাওয়ার সময় তামান্না নিজেকে ব্লগার পরিচয় দিয়ে বলেন, “আমি ব্লগার৷ আমার মিলিয়ন মিলিয়ন ফলোয়ার৷”
উল্লেখ্য, শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ গ্রেফতারের পর চট্টগ্রাম নগরীতে সংঘটিত ডবল মার্ডার মামলার এজাহার ভূক্ত আসামী ছিলেন তামান্না৷ এছাড়া তার বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা রয়েছে৷ সাজ্জাদ গ্রেফতারের পর কাড়ি কাড়ি টাকা খরচ করে স্বামীকে ছাড়িয়ে আনার ভিডিও প্রকাশ করে বেশ সমালোচবার জন্ম দেয় তামান্না৷